তদন্ত না করে কারো কিছু বলা উচিত নয় মহম্মদ সেলিম

কাশিপুরে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিজেপির খুনের তথ্য কার্যত নস্যাৎ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Written by SNS Kolkata | May 7, 2022 4:32 pm

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Photo-SNS)

কাশিপুরে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিজেপির খুনের তথ্য কার্যত নস্যাৎ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

তিনি শুক্রবার দলের মেদিনীপুর জেলা কার্যালয়ে আসেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্যদের নাম ঘোষণার জন্য। এবারে ১৪ জনের সম্পাদক মন্ডলী করা হয়েছে। বাদ পড়েছেন কীর্তি দে বক্সি ও ভাস্কর দত্ত।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও তাঁর দলের নেতা কর্মীদের পাশাপাশি তৃণমূলের নেতারা যেভাবে মৃত্যুর কোনো তদন্ত হওয়ার আগেই বলে দিচ্ছেন কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা ঠিক নয়।

সঠিকভাবে তদন্ত না করে এভাবে বলা যায় না একজনের মৃত্যু কিভাবে হলো। অমিত শাহ’র সফরকে কটাক্ষ করে তিনি জানান, উনি সারা দেশ জুড়েই আতঙ্কের আবহ তৈরি করে রেখেছেন। বাদ যাচ্ছে না দেশের রাজধানী দিল্লিও।

কাশিপুরের ঘটনা নিয়ে তিনি বলেন যেকোনো মৃত্যুর ঘটনা দুঃখজনক। তাই তদন্ত করার আগে কোন কিছু মন্তব্য করা ঠিক নয়। ওই যুবক খুন হয়েছে না আত্মহত্যা করেছে তা তদন্ত করলে জানা যাবে। তাই তিনি বিজেপির আনা খুনের অভিযোগ সরাসরি নস্যাৎ করে দেন।