• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

প্রথম দফা নির্বাচনের আগে ১০ তারিখ ফের রাজ্যে আসতে চলেছেন প্রধান মন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।৩এপ্রিল বুধবারই ব্রিগেড সভা করেছেন তিনি। এ দিনই উত্তরবঙ্গেও সভা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এখানেই শেষ নয়। প্রথম দফা নির্বাচনের আগে ১০ তারিখ ফের রাজ্যে আসতে চলেছেন, তিনি জানা যাচ্ছে এমনটাই। শুধু প্রধানমন্ত্রী নয়,সভা করতে পারেন অমিত শাহ। লোকসভা বিজেপির পাখির চোখ যে পশ্চিমবঙ্গ  তা গেরুয়া শিবিরের রাজ্য এবং কেন্দ্রীয় নেতার ভাষণে স্পষ্ট। আসন্ন নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। বুধবার ব্রিগেডের ভীড় নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। একই দিনে দুই বঙ্গে সভা করেও ব্রিগেডে যে লোক সমাবেশ হয়েছিল তা দেখে খুশি প্রধানমন্ত্রী। এই সভার মাত্র ৭ দিন পরে ফের রাজ্যে আসতে চলেছেন তিনি। রাজ্য বিজেপি সূত্রে খবর ১০ এপ্রিল মালদহ এবং কোচবিহারের বুনিয়াদপুের দুটি সভা করবেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে,১১ এপ্রিল প্রথম দফায় কোচবিহার এবং আলিপুরদুয়ারে নির্বাচন। মালদহে বিজেপির সংগঠন বেশ জোরালো বলেই দাবি করছে রাজ্য বিজেপি। লোকসভা নির্বাচনে ‘সম্ভাবনাময়’ কেন্দ্রগুলির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই সভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। নরেন্দ্র মোদির পাশাপাশি রাজ্যে আসতে পারেন অমিত শাহও। এক শীর্ষ বিজেপি নেতা জানান,৭ এপ্রিল কোচবিহারের রাসমেলার মাঠে সভা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু অনুমতির জন্য এই সভা নিয়ে জট রয়েছে বলেই সূত্রের খবর। গেরুয়া শিবিরের দাবি,৮ তারিখ সভা করার কথা মুখ্যমন্ত্রীর। এই সভার একদিন আগে অমিত শাহের সভার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফে, দাবি বিজেপির। উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই মালদহতে সভা করেছিলেন অমিত। ওই সভায় বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারকে আক্রমণও করেন তিনি।