• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

সীমান্তে চিনা আগ্রাসন ঠেকাতে ব্যর্থ মােদি : অধীর

শুধু লাদাখ নয়, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখন্ড চার কিলােমিটার সীমান্ত জুড়ে চিনা ফৌজের ভূমিকা দুঃশ্চিন্তা তৈরি করেছে। এমনই অভিযােগ তুললেন।

কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। (File Photo: IANS)

নরেন্দ্র মােদির নেতৃত্বাধীন সরকার চিনা আগ্রাসনের মােকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। শুধু লাদাখ নয়, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখন্ড চার কিলােমিটার সীমান্ত জুড়ে চিনা ফৌজের ভূমিকা দুঃশ্চিন্তা তৈরি করেছে। এমনই অভিযােগ তুললেন। লােকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

এদিন তিনি সাংবাদিকদের মুখােমুখি হয়ে বলেন, ‘লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আঠারাে কিলােমিটার ঢুকে চিনা ফৌজ বসে রয়েছে। অথচ কেন্দ্রীয় সরকার চুপ। কোনও পদক্ষেপ করা হচ্ছে না। সে কারণেই চিন আরও আগ্রাসী হয়ে উঠছে।’

Advertisement

Advertisement

Advertisement