কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তমলুকের সমাবেশে মন্ত্রী সিদ্দিকুল্লাহ

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ঐতিহাসিক সমাবেশ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মােড়ে।

Written by SNS East Medinipur | January 18, 2021 6:39 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ঐতিহাসিক সমাবেশ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মােড়ে। শনিবার বিকালে তমলুক শহরের এই সমাবেশে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।

বিগত দিনে নন্দীগ্রাম আন্দোলনে যেভাবে এগিয়ে এসেছিল, সেই ভাবেই ভারতবর্ষের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন। বেলুড় মঠের পরমানন্দ মহারাজ, তালিপ্ত পুরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায় সহ পূর্ব মেদিনীপুর জেলার জমিয়তে উলামায়ে হিন্দের নেতারা।

রাজ্যের মন্ত্রী জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, আগামী দিনে এই কৃষি বিল প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনকি জাতীয় সড়ক অবরােধ করবেন।