সুন্দরবনে পর্যটকদের নৌকোতে আগুন লাগা রুখতে বৈঠক 

নৌকোতে পর্যটকদের নিয়ে পিকনিক করতে যাওয়াদের বলে দেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য নৌকো স্যানিটাইজ করার সাথে প্রতি নৌকোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে।

Written by SNS South 24 Pargana | January 14, 2021 2:00 pm

প্রতীকী ছবি (File Photo: IANS)

সম্প্রতি সুন্দরবনে বেড়াতে যাওয়া পর্যটকদের নৌকোতে বেশ কয়েকবার আগুন লেগে যাবার ঘটনায় আতঙ্ক দূর করতে সচেতনতা দিতে বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে কুলতলি মৈপীঠ উপকূল থানা এলাকার নৌকোর মালিক ও মাঝিদের নিয়ে বুধবার বৈঠক করলেন পুলিশ আধিকারিকরা। 

পুলিশ সূত্রে জানা গেল, এদিন নৌকোতে পর্যটকদের নিয়ে পিকনিক করতে যাওয়াদের বলে দেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য নৌকো স্যানিটাইজ করার সাথে প্রতি নৌকোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। নৌকোতে রান্না করতে হলে খােলা জায়গা ডেকের ওপরে করতে হবে। কেবিনে করা যাবে না। 

সুন্দরবনে পিকনিক করতে গেলে বনদফতরের অনুমতি নিতে হবে এবং নৌকো ছাড়ার আগে বনদফতরের কর্মীরা দেখে নেবেন, নিয়ম মেনে নিরাপত্তা ব্যবস্থা রেখে নৌকো পর্যটকদের নিয়ে রওনা দিচ্ছে কীনা। বৈঠকে উপস্থিত নৌকো মালিক মাঝিরা পুলিশ বিভাগ ও বনদফতরকে সব রকম সহযােগিতা করবে জানিয়েছেন।