• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টিকাকরণে গতি আনতে আজ বণিক মহলের সঙ্গে বৈঠক

করােনা টিকাকরণে গতি আনতে বেসরকারি সংস্থাকে পাশে পেতে চাইছেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার বণিক মহলে সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

করােনা টিকাকরণে গতি আনতে বেসরকারি সংস্থাকে পাশে পেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে আজ বৃহস্পতিবার বণিক মহলে সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই বিভিন্ন বণিক সভার প্রতিনিধিকে আমন্ত্রণ করা হয়েছে।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এটাই প্রথম বণিক মহলের সঙ্গে বৈঠক। বিভিন্ন সংস্থা যাতে তাদের কর্মীদের টিকাকরণের দায়িত্ব নেয় সে কথা এদিনের বৈঠকে উঠে আসবে।

Advertisement

শুধু কর্মীদের নয় তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার বিষয়ে আলােচনা হবে। বৈঠকে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা সহ রাজা প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন।

Advertisement

Advertisement