• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

চিটফান্ড সংস্থার এমডি গ্রেফতার

চিটফান্ড সংস্থা অ্যাঞ্জেলার ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজুবুল্লাহকে গ্রেফতার করল সিবিআই। তাকে বারুইপুর আদালতে তােলা বলে নির্দেশ দিয়েছে আদালত।

প্রতিকি ছবি (Photo: IANS)

চিটফান্ড সংস্থা অ্যাঞ্জেলার ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজুবুল্লাহকে গ্রেফতার করল সিবিআই। তাকে বারুইপুর আদালতে তােলা বলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সােমবার নয়াদিল্লির সিবিআই সদর দফতর থেকে এক বিবৃতিতে জানান হয়েছে, অ্যাঞ্জেল আগ্রোটেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নাজুরুল্লাহ দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আগেই মামলা দায়ের করা হয়েছিল।

Advertisement

অভিযােগ ছিল, নাজুবুল্লাহ ও তার কোম্পানির কয়েকজন ডিরেক্টর মিলে আমানতকারীদের থেকে প্রায় ৪৫৫ কোটি টাকা তুলে ছিল। তারপর আমানতকারীদের ঠকিয়ে নাজুবুল্লাহ পালিয়ে যায়।

Advertisement

সিবিআই সূত্রের খবর, নাজুবুল্লাহ চিটফান্ড কেলেঙ্কারিতে সরাসরি অভিযুক্ত এমন একজন যাকে এতদিন সিবিআই গ্রেফতার করতে পারেনি ।

Advertisement