মাত্র তিন দিন আগে মা হয়েছেন মাসুদা খাতুন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই রবিবার কোলে সদ্যোজাত সন্তানকে নিয়ে হাজির হলেন এসএসসি পরীক্ষার হলে। অসাধারণ দৃঢ়তা ও ইচ্ছাশক্তির পরিচয় দিয়ে সমাজে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
ডায়মন্ড হারবারের চাঁদনগরের বাসিন্দা মাসুদা পড়াশোনায় বরাবরই মেধাবী। জীববিজ্ঞান নিয়ে এমএসসি করেছেন। লক্ষ্য একটাই স্কুলশিক্ষিকা হওয়া। সেই স্বপ্নপূরণের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন এসএসসি পরীক্ষার। বিয়ের পরেও স্বামী আমজাদ ফকির এবং শ্বশুরবাড়ির পরিবার থেকে পান পূর্ণ সমর্থন ও উৎসাহ।
Advertisement
অন্তঃসত্ত্বা অবস্থাতেও পড়াশোনায় কোনওরকম বিরতি নেননি মাসুদা। প্রসবযন্ত্রণা সহ্য করেও নিয়মিত চালিয়ে গিয়েছেন পরীক্ষার প্রস্তুতি। অবশেষে মাত্র তিন দিন আগে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু তাতেও ভাঙেনি মনোবল। রবিবার কোলে নবজাতককে নিয়ে স্বামী ও মায়ের সঙ্গে পৌঁছে যান ডায়মন্ডহারবার ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ পরীক্ষাকেন্দ্রে।
Advertisement
পরীক্ষা শুরুর আগে হাসিমুখে মাসুদা বলেন, ‘এবারই প্রথমবার এসএসসি পরীক্ষায় বসছি। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রস্তুতি নিয়েছি। সদ্যোজাতকে কোলে নিয়ে এসেছি পরীক্ষা দিতে। স্বামী ও শ্বশুরবাড়ির পূর্ণ সহযোগিতা পেয়েছি বলেই স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছি। আশা করি সফল হব।’
স্বামী আমজাদ আবেগভরে জানান, ‘প্রসবযন্ত্রণা সহ্য করেও মাসুদা পরীক্ষার প্রস্তুতি চালিয়ে গিয়েছে। মনেপ্রাণে চাই, ওর স্কুলশিক্ষিকা হওয়ার স্বপ্ন পূর্ণ হোক।’ পরিবারের আশীর্বাদ ও সন্তানের আগমনের আনন্দ সঙ্গে নিয়েই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসেছেন মাসুদা। তাঁর এই দৃঢ়তা অনেক তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠল।
Advertisement



