• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

ফের গণপিটুনি! চার যুবককে বেধড়ক মারধর

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যে অব্যাহত গণপিটুনি৷ চার যুবককে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করা হয়৷ পূর্ব বর্ধমানের কাঁকসায় শুক্রবার সকালে এই ঘটনা ঘটে৷ গণপিটুনির খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ৷ তারা অভিযুক্তদের আটক করে শিশুটিকে উদ্ধার করে৷ স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে কাঁকসা থানার বনকাটি পঞ্চায়েতের ১১ মাইল সংলগ্ন বিলপাড়া এলাকায় একটি শিশুকে কোলে নিয়ে চারজন

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যে অব্যাহত গণপিটুনি৷ চার যুবককে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করা হয়৷ পূর্ব বর্ধমানের কাঁকসায় শুক্রবার সকালে এই ঘটনা ঘটে৷ গণপিটুনির খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ৷ তারা অভিযুক্তদের আটক করে শিশুটিকে উদ্ধার করে৷

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে কাঁকসা থানার বনকাটি পঞ্চায়েতের ১১ মাইল সংলগ্ন বিলপাড়া এলাকায় একটি শিশুকে কোলে নিয়ে চারজন যুবককে ঘুরতে দেখা যায়৷ আর তাতেই স্থানীয়দের সন্দেহ হয়৷ ছেলেধরা সন্দেহে একটি হোটেলে তাঁদের আটকে  বেধড়ক মারধর করা হয়৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ৷ শিশুটিকে উদ্ধার করে অভিযুক্তদের আটক করা হয়৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই চার যুবকের মধ্যে একজন শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন৷ সেই সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাঁকে সহ আরও তিনজন যুবককে হোটেলে আটকে বেধড়ক মারধর করে৷

বলা বাহুল্য, গত একমাস ধরে প্রায় প্রতিদিন গণপিটুনির ঘটনা চিন্তায় ফেলেছে রাজ্যের প্রশাসনকে৷