মঙ্গলবার থেকে জেলা সফর শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর। সেই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা খানিকটা আলাদা হতে চলেছে এবার। কারণ প্রতিবারের মতো আকাশপথে জেলাসফরে যাবেন না মুখ্যমন্ত্রী। শীতের মুখে বঙ্গোপসাগরে ঘনিয়ে উঠেছে নিম্নচাপ। তার জেরে ঘূর্ণিঝড় জাওয়াদের তাণ্ডবের আশঙ্কাও তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে।
কিন্তু সেই বিপদ কেটে গেছে। জাওয়াদের কাঁটাই বাতিল করে দিয়েছে মুখ্যমন্ত্রীর আকাশপথে জেলাসফর। জেলায় জেলায় যাওয়ার জন্য আপাতত তাঁর ভরসা ট্রেন। ট্রেনে চেপেই ৭ ডিসেম্বর থেকে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
Advertisement
নবান্ন সূত্রের খবর, আবহাওয়া খারাপ থাকার কারণে তাঁর হেলিকপ্টার সফর তিল করতে হয়েছে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার জন্য আগামীকাল সোমবার হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে উঠবেন তিনি।
Advertisement
গঙ্গারামপুরে দুপুর একটায় বৈঠকের পর মমতা যাবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সেখানে দুপুর ৩ টে থেকে শুরু হবে বৈঠক। এরপর তিনি চলে আসবেন মালদহে। বুধবার সেখানে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে দুপুর একটায়।
সেদিনই আবার বিকেল সাড়ে চারটে থেকে বৈঠক আছে সুত্রের খবর , মুর্শিদাবাদের বহরমপুরে। মালদহেই মুখ্যমন্ত্রীর রাত কাটানোর ব্যবস্থা হয়েছে। এরপর ৭ তারিখ বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে রয়েছে মুখ্যমন্ত্রীর বৈঠক। সেখান থেকে মুখ্যমন্ত্রী আবার কলকাতায় ফিরবেন। নবান্ন সূত্রের খবর, কলকাতায় ফেরার সময় হেলিকপ্টারেই আসবেন মমতা।
Advertisement



