• facebook
  • twitter
Friday, 5 December, 2025

করােনা পরিস্থিতি নিয়ে মােদিকে চিঠি মমতার

রাজ্যের করােনা পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মােদিকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।টিকা,অক্সিজেন ও ওষুধ সরবরাহের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS/File)

রাজ্যের করােনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি টিকা, অক্সিজেন ও প্রয়ােজনীয় ওষুধ সরবরাহের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন। চিঠিতে উল্লেখ করলেন, গত ২৪ ফেব্রুয়ারি চিঠি লিখে টিকা কিনতে চেয়েছিল রাজ্য সরকার, তবে কেন্দ্রের তরফ থেকে কোনও সাড়া মেলেনি।

চিঠিতে বলা হয়েছে , নির্বাচনের জন্য বাইরের অনেক মানুষ রাজ্যে আসছেন। কয়েকটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন তাঁরা। করােনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেও এই ঘটনা ঘটছে। সেই কারণেই তিনটি বিশেষ পথ আমরা ঠিক করেছি, যেগুলির মধ্যে দিয়ে গেলে সংক্রমণ কিছুটা আটকে দেওয়া যাবে। প্রথমে উল্লেখ হয়েছে টিকাকরণের প্রসঙ্গ।

Advertisement

প্রধানমন্ত্রীকে অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন মমতা। লিখেছেন, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় জনঘনত্ব অত্যাধিক বেশি। এখানে রােগ আটকাতে গেলে বিপুল টিকাকরণ প্রয়ােজন। কিন্তু রাজ্য সরকার যথেষ্ট টিকা পাচ্ছে না। এখনও পর্যন্ত ২.৭ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে, দরকার ৫.৪ কোটি।

Advertisement

আপনাকে আবেদন, পশ্চিমবঙ্গ যাতে টিকা পায়, তার ব্যবস্থা করুন। দ্বিতীয় ও তৃতীয় বিষয়ের মধ্যে রয়েছে অক্সিজেন ও ওষুধ সরবরাহের প্রসঙ্গ। করােনার চিকিৎসায় প্রয়ােজনীয় রেমডেসিভির এবং টসিলিজুম্যাব ওষুধটি পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি চিকিৎসকদের চিন্তা বাড়াচ্ছে।

এই দু’টি ওষুধ যে পরিমাণ প্রয়ােজন, তা আসছে না। সেই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা। রাজ্যে অক্সিজেনের যােগানও যথেষ্ট নেই বলে উল্লেখ করেন। পাশাপাশি অক্সিজেনের সরবরাহ যাতে যথেষ্ট।

পরিমাণে হয়, সেই বিষয়টি প্রধানমন্ত্রীকে দেখতে অনুরােধ করেছেন। করােনা রুখতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবরকম সহযােগিতার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement