• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

বিধায়কদের চিঠি লিখলেন মমতা

তৃণমূল বিধায়ককে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মানুষের সঙ্গে কঠিন সময়ে নিবিড় যােগাযােগ রেখে এবং সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছানোর পরামর্শ দিয়ে চিঠি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

জয়ের জন্য শুভেচ্ছার পাশাপাশি বেশকিছু পরামর্শ দিয়ে সমস্ত তৃণমূল বিধায়ককে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে এই কঠিন সময়ে নিবিড় যােগাযােগ রেখে চলা এবং সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়ে এই চিঠি।

তিনি লিখেছেন, “সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে জনগণের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে হবে। যােগাযােগ রেখে চলতে হবে মানুষের সঙ্গে নিবিড়ভাবে। এই কাজ করতে পারলে তবেই আমরা পৌঁছতে পারব সাফল্যের শিখরে। তৃণমূল কংগ্রেস একটা পরিবার। এটা জনগণের দল। জনগণের হয়ে কাজ করতে হবে।

Advertisement

আমরা এই অঙ্গীকারই করেছিলাম, সেই অঙ্গীকার রাখতে হবে। সেই সঙ্গে মানুষ যে বিপুল পরিমাণ সমর্থন দিয়েছেন, তা যথাযথ মর্যাদা রক্ষার জন্য বিধায়কদের উদ্যোগী হতে বলেন মমতা।

Advertisement

Advertisement