• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

আজ থেকে নন্দীগ্রামে মমতা, শেষদিনে শাহ

১ এপ্রিল দ্বিতীয় দফায় হতে চলেছে হাইভােল্টেজ লড়াই। নন্দীগ্রামে মুখােমুখি হবেন মমতা শুভেন্দু। তার আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দুর প্রচারে আসছেন খােদ অমিত শাহ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (File Photo: IANS)

১ এপ্রিল দ্বিতীয় দফায় হতে চলেছে হাইভােল্টেজ লড়াই। নন্দীগ্রামে মুখােমুখি হবেন মমতা শুভেন্দু। তার আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দুর প্রচারে আসছেন খােদ অমিত শাহ। 

প্রচারের শেষ দিনে ৩০ মার্চ নন্দীগ্রামে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সেখানে তিনি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রােড শাে করবেন। উপস্থিত থাকতে পারেন রাজ্য বিজেপির নেতারা। 

Advertisement

অমিত শাহ’র রােড শাে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামে। শাহ’র সভা ঘিরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা কর্মীদের মধ্যে। 

Advertisement

আজ, রবিবার থেকেই নন্দীগ্রামেই থাকছেন মমতা, নন্দীগ্রামের ভোট মেটা না পর্যন্ত সেখানে থাকবেন তিনি। কারণ এই বিধানসভার প্রার্থী তিনি নিজেই। 

উল্লেখ্য, নন্দীগ্রাম যে এখন সবার কাছেই পাখির চোখ তা নবান্ন অভিযানে বার বার প্রমাণ করেছে। শাসক থেকে বিরােধী সবাই। বাংলার ক্ষমতা দখলের লড়াইয়ে নন্দীগ্রাম এখন ভরকেন্দ্র। সেখানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় তা বুঝিয়ে দিচেছ তৃণমূল থেকে বিজেপি বা সংযুক্ত মাের্চা। 

তৃণমূলের তরফে যেমন তারকা প্রচারকদের দিয়ে বারে বারে সভা করা হয়েছে, তেমনই বিজেপি নেতারাও বার বার নন্দীগ্রামে ছুটে গিয়েছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের অন্য জায়গায় প্রচারের পাশাপাশি নন্দীগ্রামের এলাকায় প্রতিদিনই ছােট ছােট সভা করেছেন।

Advertisement