অকালপ্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের আজ জন্মদিন। মৃত্যুর পর তাঁর প্রথম জন্মদিন। আর এই দিনটিকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জুবিনের জন্মদিন উপলক্ষে সমাজমাধ্যমে পোস্ট করেন। এক্স হ্যান্ডলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী লেখেন, ‘জুবিনের সঙ্গীতময় সুরেলা জীবন সব সীমানা ছাড়িয়ে যায়।‘
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। যদিও তাঁর মৃত্যু নিয়ে রয়েছে ধোঁয়াশা। দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে চলছে কাটাছেঁড়া। তবে তাঁর মৃত্যু যে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি, তা অস্বীকার করার কোনও উপায় নেই।
Advertisement
তাঁর মৃত্যুর খবর পেয়েই ‘ভাই’ সম্বোধন করে শোক প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা সংস্কৃতিপ্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডলে মমতার বার্তা, ‘বিখ্যাত বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গকে তাঁর জন্মদিনে স্মরণ করছি। তাঁর সুর সমস্ত সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।’
Advertisement
Advertisement



