৩ জুন সিঙ্গুরে যাচ্ছেন মমতা

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই দিয়েছেন পালা বদলের ডাক। মমতা ব্রিগেডের আন্দোলনের চাপে পিছু হটেছিল টাটা। ইতি পড়েছিল ৩৪ বছরের বাম শাসনে।

Written by SNS Kolkata | June 1, 2022 11:19 am

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই দিয়েছেন পালা বদলের ডাক। মমতা ব্রিগেডের আন্দোলনের চাপে পিছু হটেছিল টাটা। ইতি পড়েছিল ৩৪ বছরের বাম শাসনে।

তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। সিঙ্গুরের ক্ষমতাও গিয়েছে ঘাসফুল শিবিরের হাতে। বিধায়কের আসনে বসেছেন বেচারাম মান্না।

এবার ক্ষমতায় আসার ১১ বছরের মাথায় সেই সিঙ্কুরেই পা রাখতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ জুন সিঙ্গুরে যাচ্ছেন তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের বাজেমেলিয়ায় স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন মাঠে একটি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজও শুরু হয়ে গিয়েছে। যে এলাকায় সভা হবে তা পরিদর্শন করেছেন জেলার একাধিক আধিকারিকরা। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্নাও।

সূত্রের খবর, ওই দিন হুগলি জেলায় সম্পন্ন হওয়া একাধিক জনমুখী প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনের পাশাপাশি কামারকুন্ডুতে রেল উড়ালপুলেরও উদ্বোধন করতে পারেন তিনি।

অন্যদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরে গিয়ে বাজেমেলিয়ায় শীতলা মাতার মন্দিরে পুজো দেওয়ারও রয়েছে মুখ্যমন্ত্রীর।