• facebook
  • twitter
Sunday, 20 July, 2025

সকলকে গর্বিত করেছে শুভাংশু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অ্যাক্সিয়ম মিশন ৪-এর সদস্যরা ছুঁয়ে ফেলেন আন্তর্জাতিক স্পেস স্টেশন। এবার সেই গ্রুপের অন্যতম ক্যাপটেন শুভাংশুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শুভাংশু শুক্লার মহাকশজয় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বেলা ১২টা ১ মিনিটে রওনা হয়ে ২৮ ঘণ্টা সফরের পর বৃহস্পতিবার বিকেল ৪টায় ডকিং প্রক্রিয়া শেষ হয়। সেই সঙ্গে সারাবিশ্বে রচিত হয় ইতিহাস। অ্যাক্সিয়ম মিশন ৪-এর সদস্যরা ছুঁয়ে ফেলেন আন্তর্জাতিক স্পেস স্টেশন। এবার সেই গ্রুপের অন্যতম ক্যাপটেন শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিনন্দন জানান মমতা। তিনি লেখেন, ‘তোমাদের যাত্রা আমাদেরকে গর্বিত করেছে’। শুভ্রাংশু তাঁর দলের সদস্যদের নিয়ে নিরাপদে অন্তরীক্ষে পৌঁছেছেন বলে রোমাঞ্চিত মুখ্যমন্ত্রী। শুভ্রাংশুর এই সফরকে তিনি মহাকাশবিজ্ঞান প্রচেষ্টার এক স্মরণীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন। শুভ্রাংশুদের এই যাত্রা মহাকাশ গবেষক দেশ হিসেবেও ভারতের অবস্থানকে দৃঢ় করেছে বলে মত মমতার।