• facebook
  • twitter
Friday, 6 December, 2024

বিশ্ব বাংলা বাণিজ্যের প্রস্তুতি বৈঠক মমতার

২০২৫ সালে আয়োজিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনের প্রস্তুতির জন্য বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৫ সালে আয়োজিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনের প্রস্তুতির জন্য বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল ৪টে নাগাদ আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে এই বৈঠকের আয়োজন করা হবে। এ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিউটাউনে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে। দুই দিনের এই সম্মেলনে একাধিক বাণিজ্য বিষয়ক বৈঠক, প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে। নিউটাউনের পাশাপাশি এই দুই দিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণেও বিভিন্ন অনুষ্ঠান হবে।

চলতি বছর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন না করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। তার বদলে পুজোর আগে ‘বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর সম্মেলন না হওয়ায় ২০২৫–এর সম্মেলনের জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করে রাখতে চাইছে রাজ্য।

জানা গিয়েছে, বড়, পরিকাঠামো, ক্ষুদ্র-ছোট-মাঝারি, বিদ্যুৎ, স্বাস্থ্য, পর্যটন, পরিবহণ, চলচ্চিত্র ইত্যাদি ক্ষেত্র ভাগ করে আগেই কয়েকটি সেক্টর কমিটি গড়া হয়েছে। শিল্প এবং পরিকাঠামো বিনিয়োগকারীদের জন্য কীভাবে প্রস্তুত থাকা হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।