এসআইআরের প্রতিবাদে ফের পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে বনগাঁর ঠাকুরনগরে পদযাত্রা করবেন তিনি। সেই উপলক্ষে সেখানে চলছে চরম প্রস্তুতি। হেলিকপ্টারে বনগাঁয় আসবেন মমতা। সেখান থেকে গাড়ি করে গাইঘাটার চাঁদপাড়া পর্যন্ত যাবেন। চাঁদপাড়া থেকে প্রায় আড়াই কিলোমিটার পথ হাঁটবেন। এরপর আবার হেলিকপ্টারেই কলকাতা ফিরবেন মমতা।
বনগাঁ ও ঠাকুরনগর নিরাপত্তাক ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। এক হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। আগেই বনগাঁ, গাইঘাটা এলাকায় পুলিশের একাধিক কর্তা হাজির হয়েছেন। তৃণমূল নেত্রীর সভা উপলক্ষে বনগাঁ-চাকদহ সড়কের উপর মঞ্চ তৈরি করা হয়েছে। হেলিপ্যাড তৈরি হয়েছে গাইঘাটাতেও। যে রাস্তা দিয়ে পদযাত্রা হবে, সেই রাস্তার দু’পাশ তৃণমূলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে। প্রতিটি জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
Advertisement
বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় এদিন জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কর্মসূচি নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ‘বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় মুখ্যমন্ত্রী সভা করবেন। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন। এসআইআর নিয়ে উদ্বাস্তু মতুয়ারা এখন আতঙ্কিত। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রী আসছেন।‘ অন্যদিকে, বনগাঁ পুরসভায় ডামাডোল চলছে। মুখ্যমন্ত্রী এসে সেই বিষয়েও কোনও বার্তা দেন কি না, সেদিকে তাকিয়ে পুরসভার বাসিন্দারা।
Advertisement
Advertisement



