এসএসসি অনশনকারীদের কাছে মুখ্যমন্ত্রী, জুনের প্রথম সপ্তাহে সমাধানের ইঙ্গিত

বুধবার এসএসসি অনশনকারীদের সঙ্গে দেখা করতে মেয়ো রোডে অনশনস্থলে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Written by SNS March 28, 2019 7:54 am

অনশনকারীদের কাছে মমতা (ছবি- জয়ন্ত ভট্টাচার্য)

বুধবার এসএসসি অনশনকারীদের সঙ্গে দেখা করতে মেয়ো রোডে অনশনস্থলে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই প্রথমে তাঁদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। বলেন, আপনাদের সমস্ত দাবিদাওয়া সহানুভূতি দিয়ে বিবেচনা করা হবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অনশনকারীদের বলেন, এখন আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে। এখন কোনও প্রতিশ্রুতি দিতে পারবনা । শিক্ষামন্ত্রীকে বলেন, জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই একটা কিছু ব্যবস্থা করতেই হবে। অনশনকারীদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পর অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধও করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের হাত-পা বাঁধা এখন। আবেদন করব, বিশ্বাস করুন আমাদের। নিজদের মধ্যে ক্তহা বলুন। অনশন তুলে নিন। সেই সঙ্গে জানান, সরকারি কমিটিতে থাকবেন অনশনকারী প্রতিনিধিরাও। জুনের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সেই কমিটি। প্রসঙ্গত, স্কুল শিক্ষা দফতরের কাছে এ বিষয়ে ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট  তলব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই রিপোর্ট জমা পড়েছে। তারপরই এদিন মুখ্যমন্ত্রী চলে গেলেন অনশনকারীদের কাছে।