প্রায় দেড় কোটি টাকার মাদক পাচারের চেষ্টা রুখে দিয়েছে মালদহ জেলার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অন্য রাজ্যের এক মহিলাকে। তাঁর নাম কাঞ্চন দেবী। দীপাবলির আগের রাতে এই বড়সড় সাফল্য সম্ভব করেছে মালদহ জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চালাচ্ছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে সেই ছক বানচাল করে দেয় পুলিশ। ঘটনাটি ঘটে বৈষ্ণবনগর থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মাদক পাচারের কথা গোপন সূত্রে জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযান চালায় বৈষ্ণবনগর থানা পুলিশ। রবিবার গভীর রাতে খেজুরিয়া ঘাটের মাইতি মোড় এলাকায় এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাতেই সন্দেহ হয় পুলিশের। তদন্তকারীরা তাঁর কাছে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ওই মহিলার কথায় অসঙ্গতি ধরা পড়লে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার। এরপরই তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃত মহিলার কাছ থেকে মোট ১ কেজি ৩৪৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। সেই মাদকের বাজারদর আনুমানিক প্রায় দেড় কোটি টাকা। কাঞ্চন দেবীকে জিজ্ঞসাবাদ করে জানা যায়, তিনি এই রাজ্যের বাসিন্দা নন। বিহারের ভাগলপুর এলাকায় তাঁর বাড়ি। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত মহিলা মালদহের কালিয়াচক থেকে মাদক সংগ্রহ করে বিহারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। তার আগেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
Advertisement