• facebook
  • twitter
Friday, 12 December, 2025

তিরুপতি মন্দিরে কয়েক কোটি টাকার গয়না উৎসর্গ গোয়েঙ্কার

সপরিবারে তিরুপতি তিরুমালা মন্দিরে গেলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে গিয়ে কয়েক কোটি টাকার গয়না উৎসর্গ করেছেন তিনি।

সপরিবারে তিরুপতি তিরুমালা মন্দিরে গেলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে গিয়ে কয়েক কোটি টাকার গয়না উৎসর্গ করেছেন তিনি। এখনও প্লে অফের লড়াইয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের আগে তাই অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে হাজির হয়েছেন দলের কর্ণধার। জানা গিয়েছে, তাঁর দান করা গয়নার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

অন্ধ্রপ্রদেশের এই মন্দির অত্যন্ত জাগ্রত বলে পরিচিত। এখানে বিষ্ণুর অবতার রূপে পূজিত হন ভেঙ্কটেশ্বর। প্রতিদিন এখানে প্রচুর ভক্তসমাগম হয়। শুক্রবার সপরিবারে মন্দিরে যান সঞ্জীব গোয়েঙ্কা। মন্দিরের পূজারীদের হাতে সোনার গয়না তুলে দেন তিনি।

Advertisement

গোয়েঙ্কা ভগবানে খুব বিশ্বাস করেন। লখনউয়ের ম্যাচ হোক বা মোহনবাগান ম্যাচ– তিনি নিয়মিত স্টেডিয়ামে থাকেন। অনেক ম্যাচে তাঁকে ঈশ্বরকে স্মরণ করতেও দেখা গিয়েছে। তিরুপতি বালাজির ছবি নিয়েও মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। লখনউ এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। সেই কারণে ম্যাচের আগে শুক্রবার ঈশ্বর দর্শনে গেলেন গোয়েঙ্কা।

Advertisement

উল্লেখ্য, ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে লখনউ। সোমবার হায়দরাবাদের মুখোমুখি হবে লখনউ। প্লে অফে উঠতে হলে এই ম্যাচে গোয়েঙ্কার দলকে জিততেই হবে। এরই মধ্যে তারকা পেসার ময়ঙ্ক যাদবের চোট দলকে সমস্যায় ফেলেছে। তাঁর জায়গায় উইল ও’রুরকে নেওয়া হয়েছে। সোমবারের ম্যাচে দল কী ফলাফল করে সেই দিকেই তাকিয়ে গোয়েঙ্কা।

Advertisement