• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

পুজোর আবহে দাসনগরে জুটমিলের গেটে ঝুলছে তালা, বিক্ষোভ প্রদর্শন অসহায় শ্রমিকদের

শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইছিল জুটমিল কর্তৃপক্ষ

পুজোর মুখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল হাওড়ার দাসনগরের ভারত জুটমিল। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে জুটমিলের গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-র নোটিস নজরে আসে শ্রমিকদের। তারপরেই ভারত জুটমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শ্রমিকদের। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইছিল জুটমিল কর্তৃপক্ষ। সেটার প্রতিবাদ জানাতেই আলোচনা না করে জুটমিলে তালা ঝোলানো হল।

জুটমিল কর্তৃপক্ষের কথায়, তাঁত বিভাগের কর্মীরা কাজ করছিল না। তাঁরা ধর্মঘট করছিল। যার জেরে উৎপাদনের পরিমাণ কমে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। জুটমিল কবে খুলবে, তা নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু লেখা হয়নি। স্বাভাবিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত জুটমিলের কাজ বন্ধ থাকবে। জুটমিলের গেটে ঝোলানো বিজ্ঞপ্তিতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আবেদন করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ভারত জুটমিলে ৫০০ জনেরও বেশি শ্রমিক কর্মরত ছিলেন। দুর্গাপুজোর মুখে কাজ হারিয়ে বিপদের সম্মুখীন ওই শ্রমিকেরা। তাঁদের মধ্যে অনেকেই পরিবারের একমাত্র রোজগেরে। সংকটময় পরিস্থিতিতে সমস্যার সমাধান না হলে বড় আন্দোলন করা হবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

Advertisement

 

Advertisement