ভবানীপুরে বামেদের মুখ তরুণ আইনজীবী, প্রার্থী ঘােষণা জঙ্গিপুর ও সামশেরগঞ্জে

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করলে বামেরা। জঙ্গিপুরে প্রার্থী করা হল বাম শরিক আরএসপি’র জানে আলম মিঞাকে।

Written by SNS Kolkata | September 9, 2021 1:16 pm

প্রতীকী ছবি (Photo@Arnab Biswas/SNS Web)

ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করলে বামেরা। জঙ্গিপুরে প্রার্থী করা হল বাম শরিক আরএসপি’র জানে আলম মিঞাকে। সামশেরগঞ্জের সিপিএমের প্রার্থী হলেন মহম্মদ মােদাসসার হােসেন।

৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হবে ভবানীপুরে। আর সেদিনই সাধারণ নির্বাচন হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। এই তিনটি কেন্দ্রের নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে।

ভবানীপুরের জন্য একজন পর্যবেক্ষক আর জঙ্গিপুর সামশেরগঞ্জের দায়িত্বে থাকবেন আরও একজন এবং সেই সঙ্গে থাকবেন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। প্রতিটি বিধানসভায় কমপক্ষে দু’জন করে পর্যবেক্ষক থাকবেন।