পুরুলিয়ায় বামফ্রন্টের মিছিল ও জনসভা

পুরুলিয়ায় বামফ্রন্টের মিছিল ও জনসভা। (Photo: Twitter|@CPIM_WESTBENGAL

মােট তিরিশ দফা দাবী নিয়ে পুরুলিয়া শহরে মিছিল ও জনসভা করল বামফ্রন্ট । আজ বামফ্রন্টের পক্ষ থেকে পুরুলিয়ার অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সরিত ভট্টাচার্যের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। 

আগামী ২৬ তারিখ সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বানও জানানাে হয়। জনসভা থেকে বিভিন্ন ফরােয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র পুরুলিয়া জেলা বামফ্রন্ট আহ্বায়ক তথা সিপিএম সম্পাদক প্রদীপ রায়। 

তারা বলেন মূল দাবিগুলির মধ্যে রয়েছে খাদ্য, স্বাস্থ্য ও কাজের দাবী। কৃষি বিল বাতিলের দাবী। লকডাউন পর্বে বিদ্যুৎ বিল মকুব এবং মাশুল কমানাের, রেশনের মাধ্যমে বিনামূল্যে নিত্য প্রয়ােজনীয় দ্রব্য সরবরাহের মতাে দাবীগুলি। 


এদিনের জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। ট্যাক্সি স্ট্যান্ড ভরে যায় বাম কর্মীদের ভিড়ে। ভােটের আগে এই জনসভা দিয়েই বামেরা প্রস্তুতি শুরু করল বলে মত রাজনৈতিক মহলের।