বাম কংগ্রেস-তৃণমূলের ম্যাচ ফিক্সিং! মােদি’র অভিযােগে তীব্র প্রতিক্রিয়া বিরােধীদের

মােদির মন্তব্য, তৃণমূলের সঙ্গেই এবার মূল লড়াই হবে। তবে ভুলে যাবেন না, আরও দুই দল রয়েছে বাম, কংগ্রেস, যারা তলে তলে গােপন বৈঠক করছে।

Written by SNS Kolkata | February 8, 2021 4:58 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: IANS)

একুশের লড়াইয়ে বাংলায় তৃণমূলের মূল প্রতিপক্ষ বিজেপি। যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে তরজা বেড়েই চলেছে। একে অপরের বিরুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে। রবিবার হলদিয়ার জনসভা থেকে তা স্পষ্ট করে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। কিন্তু পাশাপাশি এদিন তিনি এক নতুন অভিযােগ সামনে আনলেন, যা নিয়ে বেজায় চটেছেন বিরােধীরা। 

মােদি’র মন্তব্য, তৃণমূলের সঙ্গেই এবার মূল লড়াই হবে। তবে ভুলে যাবেন না, আরও দুই দল রয়েছে বাম, কংগ্রেস, যারা তলে তলে গােপন বৈঠক করছে। বাম-কংগ্রেস-তৃণমুলের মধ্যে ম্যাচ ফিক্সিং চলছে। এদের থেকে সাবধান। 

প্রধানমন্ত্রীর অভিযােগের পর যথারীতি বিরােধী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাম পরিষদীয় দলনেতা সুজন চত্রবর্তীর পাল্টা বক্তব্য, ‘বামেদের সঙ্গে নয়, ম্যাচ ফিক্সিং হচ্ছে বিজেপি-তৃণমূলের মধ্যে। আমি অবাক হয়ে যাচ্ছি, প্রধানমন্ত্রীরও চিন্তা হচ্ছে বামেদের নিয়ে! এতদিন শুভেন্দু অধিকারী, সৌগত রায়রা যা বলছিলেন, এখন তা মােদির গলাতেও শােনা হচ্ছে। বামেরা কোথায় আছে? তাদের তাে মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যায় না। তাহলে তাদের নিয়ে এত চিন্তা কেন প্রধানমন্ত্রীর?

প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভালভাবে নেয়নি কংগ্রেসও। তবে বাংলার ভােটে বাম-কংগ্রেস-তৃণমূলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযােগ নতুন মাত্রা যােগ করল নিঃসন্দেহে।