বিধানসভা নির্বাচনের সময় অনেকেই শিবির বদল করেছিলেন। স্বপ্নভঙ্গ হওয়ার পরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিলে এলেন তারা। সবংয়ের দেভোগ অঞ্চলের প্রাক্তন প্রধান সানিয়া মান্ডি, পঞ্চায়েত সদস্য নারায়ণ সাঁতরা, দীপক বেরা, রাজু শূর সহ দুই শতাধিক কর্মীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডা মানস ভুইয়া, ব্লক তৃণমূল সভাপতি অমল পন্ডা, প্রাক্তন বিধায়ক গীতারানি ভুইয়া।
মানসবাবু বলেন, এটা মমতা ব্যানার্জির দল। মমতা ব্যানার্জির নীতি ও আদর্শকে সামনে রেখে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে। অনেকেই তৃণমূলে ফিরতে চাইছেন। আমরা ব্লক নেতৃত্ব বসে কাদের ফেরানাে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
Advertisement
Advertisement
Advertisement



