মুর্শিদাবাদের অশান্তি নিয়ে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে মামলাকারী আইনজীবীকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। মামলাকারী আইনজীবীকে ধমকও দেন বিচারপতিরা। বিচারপতিদের মন্তব্য, মামলাকারী আইনজীবীর আরও পড়াশোনা করার প্রয়োজন।
মামলাকারী আইনজীবীর বক্তব্য ছিল, মুর্শিদাবাদে একাধিক ব্যক্তি ঘরছাড়া রয়েছেন। ভয় আর আতঙ্ক তাঁদের তাড়া করে বেড়াচ্ছে। ফলে তাঁরা সেই জায়গায় থাকতে পারছেন না। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছে, এমনকি রেল অবরোধেরও ঘটনা ঘটেছে। এই অভিযোগ তুলে আইনজীবী শশাঙ্ক শেখর ঝা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন ।
মামলাকারী আইনজীবীর কাছে বিচারপতিদের প্রশ্ন, তিনি যেসব তথ্য দিয়েছেন, তা তিনি কীসের ওপর ভিত্তি করে দিয়েছেন? বিচারপতির প্রশ্ন, ‘কারা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বাস করছেন, কারা অত্যাচারিত ? ঘরছাড়াদের নামের তালিকা কোথায় ? তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য কোথায় ?’ আইনজীবী আদালতে জানান, তিনি সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে মামলা দায়ের করেছেন।
সুপ্রিম কোর্ট জানায়, নাগরিকদের সমস্যা নিয়ে মামলা শুনতে অসুবিধা নেই। কিন্তু এই মামলাটি শুধুমাত্র সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে করা হয়েছে। মামলা দায়েরের পদ্ধতি সঠিক নয়। মামলায় তথ্য এবং আইনি দিক থাকা উচিত ছিল বলে মত বিচারপতিদের।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ জানায়, মামলাটির কোনও সারবস্তু নেই। বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, এই মামলায় হস্তক্ষেপ করার প্রশ্নই নেই। এর পরেই মামলাকারী আইনজীবীকে মামলা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। তবে ভুল সংশোধন করে নতুন মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতিরা।শীর্ষ আদালতের বিচারপতির পর্যবেক্ষণ, গোটা মামলায় রিসার্চের ভীষণ অভাব রয়েছে।
ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সম্প্রতি অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। বেসরকারি সূত্রে খবর, তিন জনের মৃত্যুও হয় সেখানে। সেই সব অশান্তির ঘটনার সঠিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। তিনি চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ দল মুর্শিদাবাদে অশান্তির ঘটনার তদন্ত করুক। সেই মামলা নিয়েই সোমবার একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। যদিও এরপর মামলাকারী নিজেই মামলাটি প্রত্যাহার করে নেন। পরবর্তীতে আরও রিসার্চের ভিত্তিতে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।