• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াত মৌ রায়চৌধুরী

নিজস্ব প্রতিনিধি— টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পরিচালন সমিতির সদস্য এবং আজকাল পত্রিকার ডিরেক্টর মৌ রায়চৌধুরি মঙ্গলবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর৷ তাঁর অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যোগী ও সাংস্কৃতিক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি— টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পরিচালন সমিতির সদস্য এবং আজকাল পত্রিকার ডিরেক্টর মৌ রায়চৌধুরি মঙ্গলবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর৷ তাঁর অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যোগী ও সাংস্কৃতিক ব্যক্তি মৌ রায়চৌধুরীর প্রয়াণে শূন্যতা সৃষ্টি হলো৷ তিনি রেখে গেলেন স্বামী সত্যম রায়চৌধুরী, পুত্র দেবদূত এবং অগণিত সহকর্মী ও অনুরাগীদের৷

আজকাল প্রকাশনার ‘সুস্থ’, ‘সফর’, ‘খেলা’ পত্রিকার প্রধান উপদেষ্টা পদে ছিলেন মৌ রায়চৌধুরি৷ শারদীয় আজকাল উল্লেখযোগ্য সাফল্য পায় মৌ রায়চৌধুরির সম্পাদনায়৷ আজকাল ডট ইন পোর্টালের প্রধান সম্পাদক ছিলেন তিনি৷ গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ জাতীয় পুরস্কার লাভ করে৷ মৌ রায়চৌধুরি এই ছবির সহ প্রযোজনায় ছিলেন৷ সাহিত্য-সংস্কৃতিতে গভীর অনুরাগের জন্য তাঁর খ্যাতি ছিল৷ কবিতার অলিন্দেও তাঁর যাতায়াত ছিল৷ তিনি সবার খুব প্রিয় ছিলেন৷

Advertisement

Advertisement

Advertisement