• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াত প্রধান সচিব অর্ণব রায়, শােকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিব অর্ণব রায়। দুরারােগ্য রােগে আক্রান্ত হয়ে শুত্রবার কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৫ বছর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবিঃএসএনএস)

প্রয়াত পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিব অর্ণব রায়। দুরারােগ্য রােগে আক্রান্ত হয়ে শুত্রবার কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শােকবার্তায় মমতা লিখেছেন, বরিষ্ঠ আইএএস আধিকারিক অর্ণব রায় কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠান সঙ্গে পালন করেছেন। সৎ, মিতভাষী, সদালাপী, রসবােধসম্পন্ন এবং তক্ষ আধিকারিক অর্ণববাবুকে আমরা চিরদিন মনে রাখব।

Advertisement

অর্ণবকে আমি অত্যন্ত স্নেহ করতাম। তার প্রয়াণ এই রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। আনি অর্ণব রায়ের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাজ্য সরকার তার পরিবারের পাশে সবসময় থাকবে। আমি তার আত্মার শান্তি কামনা করি।

Advertisement

Advertisement