শেষযাত্রায় জনসমুদ্র, গান স্যালুটে সম্পন্ন শেষকৃত্য

শুক্রবার গোধুলিবেলায় কেওড়াতলা মহাশ্মশানে শেষ হল সুব্রত মুখোপাধ্যায়ের অন্তেষ্টি ক্রিয়া। গান স্যালুট দেওয়ার পরে পঞ্চভূতে বিলীন হল তার নশ্বর দেহ।

Written by SNS Kolkata | November 6, 2021 11:52 am

শুক্রবার গোধুলিবেলায় কেওড়াতলা মহাশ্মশানে শেষ হল সুব্রত মুখোপাধ্যায়ের অন্তেষ্টি ক্রিয়া। গান স্যালুট দেওয়ার পরে পঞ্চভূতে বিলীন হল তার নশ্বর দেহ। সেখানে দলীয় অন্যান্য প্রতিনিধিদের উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন তিনি সুব্রতদার মরদেহ দেখতে পারবেন না। তার অনুপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কেওড়াতলায়।

মাল্যদানের পরে সুব্রত মুখোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করেন অভিষেক। এদিন সকালেই রবীন্দ্রসদন, বিধানসভা হয়ে দুপুরেই বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। বাড়ি থেকে বেরিয়ে একডালিয়া ক্লাব প্রাঙ্গনে কিছুক্ষণ রাখা হয় তার মরদেহ।

শেষবারের জন্য মন্ত্রীকে দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। তারপর কেওড়াতলার উদ্দেশে শেষ যাত্রায় ছুটে চলে তাঁর কনভয়। শেষ পর্যন্ত এদিন আগুনের ছোঁয়ায় পুণ্য হয় সুব্রত মুখোপাধ্যায়ের জীবন। শুশূন্য হয় এক রাজনৈতিক যুগের।