• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

শােভনের বিরুদ্ধে মামলা কুণালের

'পকেটমার’ মন্তব্যের জের ! এবার সুবিচার চাইতে আলিপুর আদালতে মানহানি মামলা দাখিল করলেন কলকাতার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘােষ।

কুণাল ঘােষ (Photo: IANS)

‘পকেটমার’ মন্তব্যের জের ! এবার সুবিচার চাইতে আলিপুর আদালতে মানহানি মামলা দাখিল করলেন কলকাতার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘােষ। চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন রাজনৈতিক বেড়াজালের বাইরে থেকে সম্প্রতি সক্রিয় হয়েছেন। কলকাতার একদা মহানাগরিক তথা রাজ্য বিজেপির নেতা শােভন চট্টপাধ্যায়। তিনি এক পদযাত্রায় তৃণমূলের কলকাতা জোনের মুখপাত্র কুণাল ঘোষ কে পকেটমারের সাথে তুলনা করেছিলেন সারদা আর্থিক দুর্নীতিতে।

Advertisement

এমনকি কুনালের সাংবাদিকতায় একসময় অভাবনীয় বেতন নিয়ে প্রশ্ন তুলেছিলেন শােভন বাবু। সেই মন্তব্যের ভিক্তিতে এদিন আলিপুর আদালতে মানহানি মামলা দাখিল করলেন কুনাল ঘােষ। চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement