হাঁসফাঁস করা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে একটুতেই ঘেমে যাচ্ছে সাধারণ মানুষ। তবে হাওয়া অফিস সাময়িক স্বস্তির পূর্বাভাস দিয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সাত জেলায়। ঝড়-বৃষ্টির জেরে খুব বেশি তাপমাত্রার হেরফের না হলেও প্রবল গরম থেকে রক্ষা পাবে রাজ্যের মানুষ। উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কিছুদিনের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকবে ভারতের পার্বত্য এলাকায়। অন্যদিকে, মধ্য উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা। আবার উত্তর-দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত অবস্থান করছে।
Advertisement
এর ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। ফলত, রাজ্য জুড়ে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কলকাতা থেকে শুরু করে নদীয়া পর্যন্ত সপ্তাহভর ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
Advertisement
Advertisement



