• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দক্ষিণে প্রবেশ করতে চলেছে বর্ষা, কমবে তাপমাত্রাও

আগামী তিনদিনের মধ্যেই বর্ষার মুখ দেখতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। চলতি সপ্তাহেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে আগেই প্রবেশ করেছিল বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা হতাশ করেছিল মানুষকে। তবে হাওয়া অফিস এবার জানিয়েছে দক্ষিণে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আর বেশিদিনের অপেক্ষা নয়। আগামী তিনদিনের মধ্যেই বর্ষার মুখ দেখতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। চলতি সপ্তাহেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। একই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা দক্ষিণ-পশ্চিমে সরেছে। আর এর জেরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুও প্রবেশ করতে চলেছে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে পা রাখবে বর্ষা। ফলে আজ থেকেই দক্ষিণে শুরু হবে ঝড়বৃষ্টি। প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

মঙ্গলবার এবং বুধবার এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। তবে জলপাইগুড়িতে সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের তাপমাত্রাও আগামী কয়েকদিনে খানিক হ্রাস পাবে।

Advertisement

Advertisement