স্বস্তির দিন শেষ। ফের গরমের দিন আসতে চলেছে বঙ্গে। রাজ্যবাসীকে বৈশাখের তীব্র দাবদাহ থেকে মুক্তি দিয়েছিল কিছুদিনের বৃষ্টি। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহেই ফের বাড়তে চলেছে তাপমাত্রা।
আগামী বৃহস্পতিবারের পর থেকেই কাকভেজা দিনের অবসান হতে চলেছে। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পাশাপাশি, দুই পরগণা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি বজায় থাকলেও সপ্তাহের শেষে উত্তপ্ত হবে সমতল। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Advertisement
হাওয়া অফিস সূত্রে খবর, গুজরাত উপকূল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে, বাংলা থেকে ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর জেরে এখনও কিছু জায়গায় বৃষ্টি চলবে। রাজ্যে আগামী তিন চারদিন আবহাওয়ার খুব বেশি পরিবর্তন না হলেও তারপর থেকে তাপমাত্রা প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি পাবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
Advertisement



