• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কলকাতা পুলিশের ৫ থানার সীমানা বিন্যাস, গুরুত্ব বাড়ল পার্ক স্ট্রিট, আলিপুরের

বর্তমানে শহরজুড়ে মোট ৯১টি থানা রয়েছে, এর মধ্যে পাঁচটি থানার সীমানা পুনর্বিন্যাস করেছে নগরপাল মনোজ বর্মা 

কলকাতা পুলিশের ৫টি থানার সীমানা বিন্যাস করা হয়েছে। শনিবার থেকে নতুন এই নির্দেশিকা কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আলিপুর ও পার্ক স্ট্রিট থানার এলাকা বেড়েছে। অন্যদিকে ওয়াটগঞ্জ, নিউ মার্কেট এবং একবালপুর থানার এলাকা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এই ৫টি থানার কয়েকটি অংশ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। কেন এই ৫ থানারই কেন পুনর্বিন্যাস করা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসআইআর আবহে এই পুনর্বিন্যাস যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে শহরজুড়ে মোট ৯১টি থানা রয়েছে। এর মধ্যে পাঁচটি থানার সীমানা পুনর্বিন্যাস করেছে নগরপাল মনোজ বর্মা।  লিন্ডসে স্ট্রিট, সদ্দর স্ট্রিটকে পার্ক স্ট্রিট থানার অন্তর্গত করা হয়েছে। এই দুই এলাকায় আগে নিউমার্কেট থানার অধীনে ছিল। অন্যদিকে আলিপুর থানারও গুরুত্ব বাড়ানো হয়েছে। এই দুটি থানার সীমানা বাড়ানো হলেও ওয়াটগঞ্জ, নিউ মার্কেট এবং একবালপুর থানার গুরুত্ব কমিয়েছে লালবাজার। এই তিন থানারও গণ্ডি কমিয়ে দেওয়া হয়েছে।
নতুন পুর্নবিন্যাসে ও‍য়াটগঞ্জ থানা এবং একবারপুর থানার অন্তর্গত একটি বড় অংশ আলিপুর থানার আওতায় নিয়ে আসা হয়েছে। এর ফলে আলিপুরের ব্যাপ্তি আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে নিউ মার্কেটের লিন্ডসে স্ট্রিট, সদ্দর স্ট্রিটকে পার্কস্ট্রিটের আওতায় আনা হয়েছে। ওয়াটগঞ্জ পুরোটাই ছিল পোর্ট ডিভিশনের অধীনে। সেটি বর্তমানে আলিপুরের অন্তর্ভুক্ত হয়েছে। আর নিউ মার্কেটের যে অংশ এল পার্কস্ট্রিটের অধীনে সেই অংশটি ছিল সেন্ট্রাল ডিভিশনের অধীনে। সবটাই এখন সাউথ ডিভিশনের অধীনে আনা হয়েছে।

Advertisement

Advertisement