• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ছটপুজোয় শহরের ঘাট ও পুকুরে বিশেষ ব্যবস্থা কলকাতা পুরসভার

চলতি বছরে ছটপুজোর সন্ধ্যা অর্ঘ্য ২৭ অক্টোবর এবং উষা অর্ঘ্য ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে

শহর কলকাতার ছটপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। ভক্তদের নিরাপত্তা, সুবিধা ও ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি বছরে ছটপুজোর সন্ধ্যা অর্ঘ্য ২৭ অক্টোবর এবং উষা অর্ঘ্য ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, হুগলি নদীর ধারে মোট ৩৫টি ঘাট এবং শহর জুড়ে আরও ৭৬টি জলাশয়ে বিশেষ প্রস্তুতির কাজ চলছে। বাগবাজার, কুমোরটুলি, মায়ের ঘাট, আহিরিটোলা, শোভাবাজার, প্রিন্সেপ, দই, বাজে কদমতলা, ও বাবুঘাট সহ প্রত্যেকটি ঘাটেই চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ঘাটের সিঁড়ি মেরামত, আলোর ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করার কাজও চলছে দ্রুত গতিতে। ভক্তরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে অর্ঘ্য নিবেদন করতে পারেন তা আগেভাগেই নিশ্চিত করতে চাইছে পুরসভা।

Advertisement

ভিড়ের চাপ কমাতে এবং স্থানীয় ভক্তদের সুবিধার জন্য পুরসভা বৃহত্তর কলকাতার ৭৬টি জলাশয়কে প্রস্তুত করছে। এই জলাশয়গুলির জলের মান পরীক্ষা, পাড়ের সংস্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হচ্ছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসব সম্পন্ন করতেই এই উদ্যোগ।

Advertisement

পুর কমিশনার ধবল জৈনের নির্দেশে ২৭ অক্টোবর দুপুর ১টা থেকে ২৮ অক্টোবর সকাল পর্যন্ত সংশ্লিষ্ট সব আধিকারিককে তাঁদের নিজ নিজ ঘাট ও পুকুরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি স্থানে সন্ধ্যা ও ভোরের পালার জন্য আলাদা আধিকারিক নিযুক্ত করা হয়েছে, যারা নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন।

এছাড়া কলকাতা পুলিশ, দমকল ও চিকিৎসা পরিষেবার সঙ্গেও সমন্বয় করা হয়েছে। যাতে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়।  কালীপুজো শেষ হতেই উৎসবমুখর কলকাতা এখন ছটপুজোর আবহে মেতে উঠছে। 

Advertisement