রাস্তার ধারে জমে রয়েছে থরে-থরে বাতিল বাস। দীর্ঘদিন ধরে জমা পড়ে থাকায় বাসের উপরের অংশে জঙ্গল গজিয়ে উঠেছে। নিউ গড়িয়া মেট্রো স্টেশন সংলগ্ন ২০৬ বাস স্ট্যান্ডের কাছের সার্ভিস রোডে গেলে এমনই বেহাল দশা নজরে পড়বে। সার্ভিস রোডের উল্টোদিকে রয়েছে চা এবং অন্যান্য খাবারের বেশ কয়েকটা দোকান। সেই সব দোকানের উচ্ছিষ্ট গিয়ে পড়ছে জমে থাকা বাতিল বাসগুলির নিচে। চায়ের কাপ, মাটির ভাঁড়, খাবারের প্লেট -সহ সমস্ত জঞ্জালের স্থান হচ্ছে ওই সার্ভিস রোডে।
শনিবার ‘টক টু মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো। অভিযোগ, পুরসভার তরফে মাঝে মধ্যে ওই স্থান পরিষ্কার করা হলেও পরবর্তীতে আবারও ময়লা জমা হয়। অথচ, রাস্তা পরিষ্কার থাকলে রিকশা কিংবা অটো অনায়াসে ওই রাস্তা ব্যবহার করতে পারবে। বৃত্তান্ত শুনে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজেও অসন্তোষ প্রকাশ করেন। তিনি কলকাতা কর্পোরেশন, পুলিশ এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে একযোগে কাজ করে বাসগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। বাস সরিয়ে সার্ভিস রোডের অপরিষ্কার অংশ ফের পরিষ্কার করে ব্যবহারের যোগ্য করে তোলার আশ্বাস দেন মেয়র। ওই স্থানের জমা জলে ডেঙ্গুর ভ্রুকুটি দেখা দিতে পারে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন ফিরহাদ। অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস মেয়রের।
Advertisement
Advertisement
Advertisement



