• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভোট প্রচারের শেষ দিনে বৃষ্টিতেও মানুষের মাঝে তৃণমূল প্রার্থী

প্রয়াত তৃণমূল নেতা নাসিরুদ্দিন কন্যা আলিফা জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। তাঁর টার্গেট, বাবার মার্জিনকেও ছাপিয়ে যাওয়া।

১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। মঙ্গলবার প্রচারের শেষ দিন। লাস্ট মুহূর্তে প্রচার সেরে নিলেন ডান, বাম সকলে। সকাল থেকেই শুরু ঝিরঝিরে বৃষ্টি, কখনও আবার অঝোরে। এর মাঝেও প্রচার চালিয়ে গিয়েছেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সকালে নয়াচর এলাকায় বাড়ি বাড়ি প্রচার সেরেছেন আলিফা। এরপর হাতগাছা এলাকায় কামারী পার্টি অফিসে দলীয় কর্মীদের নিয়ে সেরেছেন আলোচনা। দুপুরে বৃষ্টিতে ভিজেই বাড়ি বাড়ি সেরেছেন প্রচার।  এদিন আলিফার সমর্থনে প্রচারে এসেছিলেন সায়নী ঘোষ। ফুলবাগান মোড় থেকে লালদীঘি পর্যন্ত করেছেন রোড শো তিনি।

প্রয়াত তৃণমূল নেতা নাসিরুদ্দিন কন্যা আলিফা জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। তাঁর টার্গেট, বাবার মার্জিনকেও ছাপিয়ে যাওয়া।
উল্লেখ্য, কালীগঞ্জ কেন্দ্রের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর কারণেই উপনির্বাচন হচ্ছে। প্রয়াত বিধায়কের কন্যাকেই সেই উপনির্বাচনে প্রার্থী করে ঘাসফুল শিবির। ৩৮ বছর বয়সি আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে বার দল তাঁকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে।

Advertisement

Advertisement

Advertisement