• facebook
  • twitter
Friday, 4 October, 2024

ইস এবার ক্ষতি হয়ে গেল: জ্যাসমিন রায়

সেই আদি যুগ থেকে সরস্বতী পুজো মানেই অল্প বয়সি ছেলে-মেয়েদের শাডি়-পাঞ্জাবিতে দেখতে পাওয়ার দিন৷ সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো ছেলেটি কিংবা মেয়েটির হূদয়ে প্রেমের অঙ্কুর ফোটানোর দিন৷ তার উপর ভালবাসার দিনও৷ টলিপাড়াও এই দিনের বাইরে নয়৷ তবে অভিনেত্রী জ্যাসমিন রায় এই দিন নিয়ে এমন এক কথা শোনালেন যা যা ঠিক ভালোবাসায় পাওয়ার নয়, ক্ষতির৷ ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিককে অভিনয়

সেই আদি যুগ থেকে সরস্বতী পুজো মানেই অল্প বয়সি ছেলে-মেয়েদের শাডি়-পাঞ্জাবিতে দেখতে পাওয়ার দিন৷ সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো ছেলেটি কিংবা মেয়েটির হূদয়ে প্রেমের অঙ্কুর ফোটানোর দিন৷ তার উপর ভালবাসার দিনও৷ টলিপাড়াও এই দিনের বাইরে নয়৷ তবে অভিনেত্রী জ্যাসমিন রায় এই দিন নিয়ে এমন এক কথা শোনালেন যা যা ঠিক ভালোবাসায় পাওয়ার নয়, ক্ষতির৷
‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিককে অভিনয় করছেন জ্যাসমিন৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে৷ এবারের সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইনস ডে নিয়ে কথা বলতে গিয়ে জ্যাসমিন এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার এবার কোনও প্ল্যান নেই৷ তবে এটুকু বলতে পারি, এবার প্রচুর ছেলেমেয়েদের খরচ বেঁচে গেল৷ ভ্যালেন্টাইন্স ডে-র আলাদা খরচ, সরস্বতী পুজোর আলাদা খরচ হবে না৷ একটা দিলেই হবে৷ অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোতে ঘিরে যে ব্যবসা হত, তাতেও ভাঁটা পড়ল৷”