• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চলতি সপ্তাহেই বৃষ্টি আসছে

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টি চলবে।

প্রতীকী ছবি (File Photo: iStock)

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টি চলবে। পশ্চিমের জেলায় দাবদাহ অব্যাহত। তাপমাত্রা চল্লিশের কাছাকাছি। সোমবার কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া।

সোমবার সকালে পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেলের দিকে দখিনা বাতাস বইবে।

Advertisement

তবে বৃহস্পতিবার হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ। এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চৈত্র সংক্রান্তিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার বৃষ্টির বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

Advertisement

আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির বুধবারেও বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আগামী বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা একইরকম থাকতে পারে।

পশ্চিমের তিন-চারটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে। বাকি জেলায় সম্ভাবনা।

বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শক্তিশালী দখিনা বাতাস বইবে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। তার ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা।

Advertisement