• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কাল থেকেই নামবে বৃষ্টি

মঙ্গলবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হবে কলকাতা আর তার চারপাশের এলাকায়। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

শীতের দুয়ারে কাটা হয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমী ঝঞ্ঝা l। জেরেই ঘোর শীতকালেও বৃষ্টি হবে কলকাতায়।

দক্ষিণবঙ্গ জুড়েই বেশ কিছুদিন চলবে বৃষ্টির তাণ্ডব, তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামীকাল সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কথা। কলকাতা ভিজতে পারে মঙ্গলবার থেকে।

Advertisement

এই বৃষ্টি বলে খবর। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। পৌষের চেনা ঠান্ডার দাপট নেই একেবারেই।

Advertisement

এমনকি সবসময় গায়ে গরম জামাকাপড়ও রাখার দরকার পড়ছে না। বৃষ্টি শুরু হলে তাপমাত্রা আরও বাড়বে , আরও কমে যাবে শীত। উত্তুরে হাওয়াও উধাও বললেই চলে।

তবে সকালের দিকে কুয়াশা হচ্ছে ভালোমতোই। আলিপুরের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সোমবার

শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতকালীন পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তর থেকেই দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।

মঙ্গলবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হবে কলকাতা আর তার চারপাশের এলাকায়। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

কলকাতায় বৃষ্টি বাড়তে পারে বুধবার থেকে। হাওয়া বাধা পাচ্ছে। আগামী ১৬ জানুয়ারির পর থেকে বৃষ্টি আবার থেমে যাবে বলে মনে করা হচ্ছে। আকাশ পরিষ্কার হবে।

Advertisement