• facebook
  • twitter
Friday, 6 December, 2024

হাওড়ার উলুবেড়িয়ায় বড় দুর্ঘটনার মুখে পড়ল ইসকনের গাড়ি

হাওড়ার উলুবেড়িয়ায় বড় দুর্ঘটনার মুখে পড়ল ইসকনের গাড়ি। কার্যত ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান তিন সন্ন্যাসী।

বাংলাদেশ ইস্যুতে বেশ চাপেই রয়েছে ইসকন। ওপার বাংলায় সংগঠনের সাধু থেকে শুরু করে ভক্তরা, সকলের মধ্যেই কাজ করছে ভয়-ভীতি। এরই মধ্যে ফের বিপদে পড়লেন ইসকনের সাধুরা। হাওড়ার উলুবেড়িয়ায় বড় দুর্ঘটনার মুখে পড়ল ইসকনের গাড়ি। কার্যত ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান তিন সন্ন্যাসী।

মায়াপুর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস-এর তিন সন্ন্যাসী সংগঠনের প্রচারের কাজে পূর্ব মেদিনীপুরের যাচ্ছিলেন। ১৬ নম্বর জাতীয় সড়কে দুপুর দেড়টা নাগাদ উলুবেড়িয়া জেলেপাড়া সেতুর কাছে দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিতে ধাক্কা মারে। সজোরে ধাক্কার কারণে গাড়িটির বাম দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, কোনওক্রমে প্রাণে বাঁচেন ওই তিন সন্ন্যাসী। তবে তিনজনেই কম-বেশি আঘাত পেয়েছেন। যদিও কারও আঘাতই গুরুতর নয় বলে জানা গিয়েছে। এদিকে ধাক্কা মেরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাম্পারটি। গাড়িটির সন্ধান চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।