• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মেট্রোয় শ্লীলতাহানি, ধৃত ১ 

মেট্রোর ভিড়কে হাতিয়ার করেই এবার মেট্রোতে এক মহিলার শ্লীলতাহানির অভিযােগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যেই পাটুলি থানার পুলিশ গ্রেফতার করেছে।

কলকাতা মেট্রো (Photo: Twitter | @metrorailwaykol)

লকডাউনের পর মেট্রো পরিষেবা যত স্বাভাবিক ছন্দে ফিরছে তত বেড়েছে মেট্রোর চেনা ভিড়। আর এই ভিড়কে হাতিয়ার করেই এবার মেট্রোতে এক মহিলার শ্লীলতাহানি’র অভিযােগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম অমিত দাস। 

তবে ওই মহিলার অভিযােগের ভিত্তিতে অভিযুক্তকে ইতিমধ্যেই পাটুলি থানার পুলিশ গ্রেফতার করেছে। ওই মহিলার বাড়ি বাঁশদ্রোণী এলাকাতে। প্রতিদিনই ওই মহিলা কবি নজরুল স্টেশন থেকে মেট্রোতে এসপ্ল্যানেড অবধি আসেন। প্রায় দুমাস ধরে অমিত দাস নামের ওই অভিযুক্ত মহিলাকে অনুসরণ করত। এমনকি অভিযােগ ওই মহিলাকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গিও মাঝে মধ্যে করে অভিযুক্ত ব্যক্তি।

Advertisement

এরপর ওই মহিলা যখন কবি নজরুল স্টেশন থেকে মেট্রোতে ওঠে অমিত দাস মহিলার শ্লীলতাহানী করেছে বলে অভিযােগ। ঘটনার পরেই কন্নায় ভেঙে পড়েন ওই মহিলা। মহিলার কান্না দেখে রেল পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। পরে পাটুলি থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। 

Advertisement

মঙ্গলবার ধৃত ব্যক্তিকে আদালতে তােলা হবে। অভিযুক্ত অমিত দাস সােনারপুরের বাসিন্দা। নিগৃহীতা জানিয়েছেন, প্রায় দুমাস যাতায়াতের সময় অভিযুক্ত আমাকে অনুসরণ করত। নজরে পড়লেও গুরুত্ব দিইনি। পরবর্তীতে অশালীন অঙ্গভঙ্গীও করে। অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেছে নিগৃহীতা। তবে ঘটনার পরে ভিড়ে ঠাসা মেট্রোতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement