• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতা থেকে বিদায় নিল মেট্রোর নন-এসি রেক

কলকাতা মেট্রোর ৩৭ তম জন্মদিন।আজ কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল নন-এসি রেক।১৯৮৪ সালের ২৪ অক্টোবর যার হাত ধরে প্রথম মাটির তলা দিয়ে ছুটেছিল।

বিদায় নিল কলকাতা মেট্রোর নন-এসি রেক (Photo: SNS)

কলকাতা মেট্রোর ৩৭ তম জন্মদিন। আর আজই কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল নন-এসি রেক। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর যার হাত ধরে প্রথম মাটির তলা দিয়ে ছুটেছিল নন-এসি মেটো।

অভিজ্ঞতা শোনালেন প্রথম চালক

Advertisement

অভিজ্ঞতার কথা শোনালেন চালক, আগের দিন সন্ধ্যেবেলায় জানতে পেরেছিলাম পরদিন সকালে আমায় কলকাতার প্রথম মেট্রো চালাতে হবে। শুরুতে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারিনি সারারাত ভাল করে ঘুমোতে পারিনি চিন্তায় পরদিন রিপোটিং ছিল সকাল সাতটায়। ময়দান স্টেশনে।

Advertisement

ট্রেন ছাড়ার কথা ছিল সকাল ৮ টা ৪০ মিনিটে। সেখান থেকে এসপ্ল্যানেড স্টেশনে নিয়ে আসা হল আমাকে আর অন্য মোটরম্যান সএঞ্জয় শীলকে। আরপিএফ এসকর্ট করে নিয়ে গেলেন। প্রথম মেট্রোয় চড়ার জন্য সে কি হুড়োহুড়ি ভিড় সেদিন এসপ্ল্যানেড স্টেশনে।

মাটির তলা দিয়ে ট্রেন ছুটবে। প্রথমদিন এসপ্ল্যান্ডে থেকে ভবানীপুর পর্যন্ত ছুটেছিল ট্রেন দিনটা ছিল বুধবার। প্রথম সেই অভিজ্ঞতার সাক্ষী হতে মানুষ সকাল থেকেই চলে এসেছিলেন স্টেশনে। এক টাকা দাম ছিল টিকিটের। কাগজের টিকিট।

সেদিনের অভিজ্ঞতার কথা কী আর ভোলা যায়। প্রথম মেট্রো চলছে। আর তার প্রথম চালক আমিই। ভাবতেই তো এখনও গায়ের রোম খাঁড়া হয়ে যাচ্ছে। প্রথম ট্রেন চলার আগে প্রায় বছর দুয়েক ট্রায়াল চলে। কিন্তু আগে থেকে জানানো হয়নি যে আমরা দুজন ছোটাবো ওইদিন মেট্রো।

যেই মুহুর্তে জানতে পারলাম বুকটা ধরাস করে উঠেছিল। টেনশন হলেও ভয় করেনি কখনও। ভোরবেলা উঠে রেডি হয়ে লেকটাউনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে ছিলাম। তারপর এসে মোটরম্যানের ড্রেস পরে কেবিনে উঠে পড়া। এখনও সেই সব স্মৃতি চোখের মধ্যে ভাসছে।

নন-এসি রেক ছুটবে না জেনেই খানিকটা মন খারাপ কলকাতা মেট্রোর প্রথম চালকের। তাঁর কথায়, যখন শুনছি আর নন এসি রেক চলবে না। মন তো একটু খারাপ হবেই। তবে সবেরই তো একটা মেয়াদ আছে। এগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল।

Advertisement