ঘাটাল, ১৩ মার্চ: পশ্চিম মেদিনীপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত একটি ধূপের কারখানা। গতকাল মাঝরাতে এখানকার দাসপুরে ঘটেছে এই ঘটনা। ওই ধূপের কারখানায় রাসায়নিক দ্রব্য সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। আনা হয় বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হলেও প্রায় চার-পাঁচ ঘন্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আজ সকালেও আগুন নেভানোর কাজ চলতে থাকে। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিধ্বংসী এই অগ্নিকান্ডে প্রায় ৭০ থেকে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ধূপ কারখানা সংস্থার পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কোনও অন্তর্ঘাতের ফলে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে বিষয়টির প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
Advertisement
Advertisement
Advertisement



