করােনাকে কোনওভাবেই হার মানানাে যাচ্ছে না। কবে যে পুরােপুরি করােনা আয়ত্তে আসবে, তা জানা নেই কারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করােনা আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি একদিনের করােনার বলি ১৩ জন। সুস্থতার হার ৯৮,২৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করােনা আক্রান্তদের মধ্যে ১২২ জন কলকাতার। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে আক্রান্ত ১০২ জন। তৃতীয় স্থানে হাওড়া। এখানে নতুন করে ৫৪ জন করােনায় আক্রান্ত হয়েছে।
Advertisement
একদিনে করােনা প্রাণ কেড়েছে ১৩ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া। এই জেলায় ৫ জন করেনার বলি হয়েছেন। রাজ্যে মােট করােনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ৪৭২ জন। রাজ্যে মােট করােনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৯ হাজার ৯৭৮ জন।
Advertisement
Advertisement



