এনআরএসে ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে একদিনে করোনা আক্রান্ত ১৯৮

নীলরতন সরকার মেডিক্যাল কলেজে দুদিন আগেই ৬১ জন ডাক্তার ও নার্সের সংক্রমিত হওয়ার খবর মিলেছিল। সাম্প্রতিক তথ্য বলছে, হাসপাতালে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১৯৮ জন।

চিকিৎসক, নার্স, পিজিটি ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে একদিনে এতজন সংক্রমিত হয়ে পড়ায় উদ্বগ বেড়েছে।

হাসপাতাল সূত্রে খবর, একের পর এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে পড়ছেন। সংক্রমিত শতাধিক স্বাস্থ্যকর্মী। করোনা


পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে এনআরএসের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়েরও। কীভাবে হাসপাতালের কাজকর্ম চলবে সে নিয়ে চিন্তা বাড়ছে। আপাতত জরুরি বিভাগের চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়েছে।

একের পর এক হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা করোনায় সংক্রমিত হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ভার্চুয়াল মাধ্যমে জরুরি বৈঠকে বসেছেন দফতরের কর্তারা।

রবিবারই জানা গিয়েছিল, চিত্তরঞ্জন শিশু সেবা সদনে ২৪ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সেই সংখ্যাটাই পরে বেড়ে ৩৬ হয়ে যায়। আক্রান্তদের মধ্যে জুনিয়র চিকিৎসক রয়েছেন ২৪ জন।

মেডিক্যাল অফিসার ৪ জন। সিনিয়র চিকিৎসক রয়েছেন ২ জন। অ্যাসিস্ট্যান্ট সুপার ২ জন। এ ছাড়াও ৩ জন নার্সিং স্টাফ ও ১ জন অফিস স্টাফ কোভিড পজিটিভ।

অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনা আক্রাস্ত হয়েছেন ২৫ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। বাদ নেই কলকাতা মেডিক্যালও। সেখানেও গত তিনদিনে সিনিয়র, জুনিয়র ও চিকিৎসক পড়ুয়া মিলিয়ে ৮০ জনের করোনা ধরা পড়েছে।