• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের বিতর্কে দিলীপ ‘রামকৃষ্ণ সবচেয়ে বড় অশিক্ষিত, রবীন্দ্রনাথ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন’

তথাগত রায়ের আক্রমণের পালটা দিতে গিয়ে রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে বেনজির মন্তব্য করে বসলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

Kolkata: West Bengal BJP President Dilip Ghosh addresses a press conference, in Kolkata on Nov 20, 2020. (Photo: IANS)

তথাগত রায়ের আক্রমণের পালটা দিতে গিয়ে রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে বেনজির মন্তব্য করে বসলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বললেন, রামকৃষ্ণ তো সবচেয়ে বড় অশিক্ষিত। বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছে বিজেপি নেতা তথাগত রায়কে।

রাজ্য বিজেপির নেতাদের কটাক্ষ করতে ছাড়েননি তিনি। পালটাও দিয়েছেন দিলীপ। আক্রমণ পালটা আক্রমণ চলছেই। এসবের মাঝেই দিলীপ ঘোষকে অশিক্ষিত বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। রবিবার দিল্লি থেকে সেই মন্তব্যের পালটা দেন দিলীপ।

Advertisement

অশিক্ষিত মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, এটা এ দেশে কেউ ভাবেনি। বইয়ের হিসেবে দেখলে তো সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে।

Advertisement

রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলেন, রবীন্দ্রনাথও খুব বেশিদুর লেখাপড়া করেননি, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র। এই মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন দিলীপ। মেদিনীপুরের বিজেপি সাংসদের তীব্র নিন্দা করেছে তৃণমূল শিবির।

কটাক্ষের সুরে কেউ কেউ বলেছেন, সত্যিই দিলীপ ঘোষ অশিক্ষিত। সেই কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সভাপতি পদ থেকে। যদিও এসবে গুরুত্ব দিতে নারাজ দিলীপ।

Advertisement