গোয়ালপোখরে দুই পুলিশ কর্মীকে গুলি চালানোর ঘটনায় দুষ্কৃতীদের কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দুষ্কৃতী দমনে এবার কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের। গুলির বিনিময়ে পুলিশও পাল্টা গুলি চালাবে বলে তিনি জানিয়ে দেন। বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সাংবাদিকদের সামনে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।’
প্রসঙ্গত বুধবার বিকেলে পাঞ্জিপাড়ার কাছে ঘটে এই ঘটনা। উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালত থেকে সাজ্জাদ আলম নামে এক দুষ্কৃতীকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সে শৌচাগারে যেতে চেয়ে গাড়ি থামাতে বলে। বারবার সে এই অনুরোধ করতে থাকে। এরপর রায়গঞ্জের পথে পাঞ্জিপাড়ার কাছে বাধ্য হয়ে গাড়ি থামায় পুলিশ। আসামি সাজ্জাদকে গাড়ি থেকে নামাতেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর আহত হন দুই পুলিশ কর্মী। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কর্তব্যরত নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাঁদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলেও পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গুলিবিদ্ধ ওই দুই পুলিশ কর্মী শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যান উচ্চপদস্থ পুলিশ কর্তারা।
Advertisement
এদিকে এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদের ডোমকলে আরও একটি ঘটনা ঘটে। বুধবার রাতে এক দুষ্কৃতীকে ধরতে গেলে তার পরিবারের লোকজন পুলিশ কর্মীকে হাঁসুয়া নিয়ে তাড়া করে।
Advertisement
এইসব সামগ্রিক পরিস্থিতির পর রাজ্য পুলিশের অবস্থান স্পষ্ট করলেন ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার তিনি আহত দুই পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়ি আসেন ডিজি রাজীব কুমার ও আইজি জাভেদ শামিম। সে সময় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সাংবাদিকদের সামনে রাজীব কুমার বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, পুলিশকে গুলি করা হলে পুলিশও এবার ছেড়ে কথা বলবে না।
এদিন রাজীব কুমার আরও বলেন, ‘মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু কেউ যদি আমাদের লক্ষ্য করে গুলি চালায় তাহলে আমাদের চারগুণ গুলি চালাতে হবে। খুব কড়া পদক্ষেপ করতে হবে আমাদের। এই বার্তাটা আমি আমাদের সহকর্মীদের দিতে চাই।’
তাঁর এই মন্তব্য যথেষ্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারনা, এবার রাজ্যে দুষ্কৃতী দমনে চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে এসে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ। দুষ্কৃতীদের দৌরাত্ম্য দমনে পাল্টা গুলি চালাতে বিন্দুমাত্র পিছপা হবে রাজ্যের আইনশৃঙ্খলার রক্ষাকারীরা।
Advertisement



