• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভোটের ফল ত্রিশঙ্কু হলেও তৃণমূলকে সমর্থন নয়: সূর্যকান্ত

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান- এবার বিধানসভার নির্বাচনে ফলাফল ত্রিশঙ্কু হলে তৃণমূলকে কখনােই সমর্থন করবেনা বামেরা।

বাম নেতা সূর্যকান্ত মিশ্র (Photo: Twitter | @CPIM_WESTBENGAL)

একুশে বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই তৃতীয় দফার ভােটগ্রহণ হয়ে গেছে, এখনও বাকি রয়েছে পাঁচ দফার ভােট। তার আগেই বামেরা নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করলাে। 

বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান- এবার বিধানসভার নির্বাচনে ফলাফল ত্রিশঙ্কু হলে তৃণমূলকে কখনােই সমর্থন করবেনা বামেরা। কেননা বিজেপি ও তৃণমূল হচ্ছে একই মুদ্রার এপিঠ ওপিঠ। ত্রিশঙ্কু ফলাফল হলে দেখা যাবে সরকার গড়তে বিজেপি ও তৃণমূল জোট বেঁধেছে। তাই এই দুটি দল থেকে সম দূরত্ব বজায় রাখবে বামেরা। 

Advertisement

তৃণমূলের জন্মলগ্নে বিজেপি ও আরএসএসের ভূমিকা রাজ্যবাসী জানেন। পাশাপাশি রাজ্যের ভােটারদের কাছে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তৃণমূল এবং বিজেপি যাতে সর্বমােট আসনের অর্ধেক আসন না পায় তার আবেদনও রাখেন সূর্যকান্ত মিশ্র। 

Advertisement

তবে মালদার এক কংগ্রেস নেতা সর্বপরি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী যেভাবে ত্রিশঙ্কু ফলাফল হলে কংগ্রেসকে তৃণমূলের সমর্থনের কথা জানিয়েছেন তাতে সংযুক্ত মাের্চার অন্দরে বিতর্ক তৈরি হয়েছে। 

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা-সংযুক্ত মাের্চার বড় শরিক হচ্ছে বামেরা, পাশাপাশি কট্টর তৃণমূল বিরােধী হিসাবে রয়েছে আব্বাস সিদ্দিকি ভাইজানের আইএসএফ। সেখানে কংগ্রেসের ভূমিকা সেভাবে নেই বললেই চলে। 

তার উপর কেরল রাজ্য বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধি যেভাবে সিপিএম কে আরএসএসের সাথে হিংসাত্মক রাজনীতির ধারক ও বাহক হিসাবে তুলে ধরেছিলেন। সেখানে বাংলার বাম নেতাদের কংগ্রেসের প্রতি খাতা কলমে জোট ছাড়া জোট শরিকের আন্তরিকতা কতটা বাস্তবে আছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

Advertisement